ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আইপিএলের গ্যালারিতে তরুণীর শ্লীলতাহানি!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ১৬ এপ্রিল ২০১৮

আইপিএলের খেলা চলাকালীন সময় গ্যালারিতে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম গেন্দালাল সতনাম। মেরিন ড্রাইভ পুলিশ তাকে আটক করে।

শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলসের খেলা চলাকালীন ঘটে গেল অপ্রীতিকর এক ঘটনা। 

সংবাদমাধ্যমে খবর, ভাইদের নিয়ে শনিবারের ওই ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন ওই তরুণী। সেই সময় সতনাম এসে তাকে নিজের বোতল থেকে পানি খেতে বলেন। তরুণী সেই পানি খেতে অস্বীকার করলে ওই যুবক তার উপরে চড়াও হয়। তরুণী জানিয়েছেন, যুবকটি জোর করে তার বোতল থেকে পানি খেতে বাধ্য করে তাকে।

এরপরই ওই তরুণী তাড়া করেন সতনামকে। যুবকটি পালিয়ে যেতে চেষ্টা করছিল। সেই সময়ই পুলিশ তাকে আটক করে। সতনামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

টিআর/এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি